নিচের কোনটি এসিড-বৃষ্টির সাথে সংশ্লিষ্ট?

A H2CO3

B H3PO4

C CH3COOH

D H2SO4

Solution

Correct Answer: Option D

যখন বৃষ্টির পানির PH মান ৪ (চার) অথবা ৪ (চার) এর চেয়ে কম হয়, তখনই সেই বৃষ্টি কে অম্ল বৃষ্টি বা Acid rain বলে। PH হলো কোন তরলের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনত্বের পরিমান। 
এসিড বৃষ্টির কুফল: 
- খাওয়ার পানি দূষিত করে জলজ প্রাণী ও উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়। 
- মাটির PH মান পরিবর্তণ করে উর্বরতা নষ্ট করে। 
- মাটির PH সাধারনত ৭- ৮ থাকে। কিন্তু এসিড বৃষ্টির ফলে উহা হ্রাস পায় এবং মাটির রাসায়নিক সমতা নষ্ট হয়ে যায়। মাটিতে ইসড বৃষ্টি জমে যাওয়াকে ইংরেজীতে Wet Deposition বলে। 
- বিল্ডিং এবং ভাস্কর্য ক্ষয় প্রাপ্ত হয়। 
- বনভূমি ধ্বংস প্রাপ্ত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions