দেশের প্রথম কয়লা শোধনাগার 'বিররামপুর হার্ড কোক লি' এর অবস্থান কোথায় ?
A রংপুর
B দিনাজপুর
C ফরিদপুর
D নওগাঁ
Solution
Correct Answer: Option B
২০০৮ সালে বিরামপুর উপজেলার দুর্গাপুরে যাত্রা শুরু করে বিরামপুর হার্ডকোক লিমিটেড নামের শোধনাগারটি। এখানে কয়লা শোধন করে তৈরি হয় হার্ডকোক। এগুলো শিল্প-কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।