কোন ছন্দে রচিত কবিতা আবৃত্তির সময় দ্রুত পড়তে হয়?
A অক্ষরবৃত্ত
B মাত্রাবৃত্ত
C স্বরবৃত্ত
D অমিত্রাক্ষর
Solution
Correct Answer: Option C
স্বরবৃত্ত ছন্দে স্বরধ্বনির সংখ্যার উপর নির্ভর করে। এ ছন্দে রচিত কবিতা আবৃত্তির সময় দ্রুত পড়তে হয়। এ ছন্দ ছড়ায় ব্যবহৃত হয়, তাই একে ছড়ার ছন্দও বলা হয়।