"সেয়ানে সেয়ানে লড়াই চলছে" - এ বাক্যতে সেয়ানে সেয়ানে কী?

A মুখ্য কর্তা

B ব্যাতিহার কর্তা

C প্রযোজক কর্তা

D প্রযোজ্য কর্তা

Solution

Correct Answer: Option B

ব্যতিহার কর্তা: কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় কাজ সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। 
যেমন- বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions