Solution
Correct Answer: Option D
- 'অছি' শব্দটির সঠিক সমার্থক শব্দ: 'অভিভাবক'।
- 'রাজা' শব্দের সমার্থক শব্দ: নরেন্দ্র, নরেশ, নৃপ, নৃপাল, নৃপেন্দ্র, নৃপতি, নরপতি ইত্যাদি
- 'জল' শব্দের সমার্থক শব্দ: অম্বু, অপ, নীর, পানি, সলিল, বারি, উদক, পয়, পয়ঃ, তোয়, প্রাণদ ইত্যাদি
- 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ: শম্পা, বিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা ইত্যাদি
- 'চাঁদ' এর সমার্থক শব্দ: সুধাকর, বিধু, চন্দ্র, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, হিমকর, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর ইত্যাদি
- 'হাতি' শব্দের সমার্থক শব্দ হলো - বারণ, কুঞ্জর, গজ, মাতঙ্গ, করী, দন্তী, দ্বিপ, রদনী, রদী ইত্যাদি