যে সর্বনাম অন্যের উপর প্রভাব বিস্তার করেনা তাকে কি বলে?
A ব্যষ্টিবাচক সর্বনাম
B সাপেক্ষ সর্বনাম
C অন্যাদিবাচক সর্বনাম
D নিরপেক্ষ সর্বনাম
Solution
Correct Answer: Option D
যে সর্বনাম অন্যের উপর প্রভাব বিস্তার করেনা তাকে নিরপেক্ষ সর্বনাম বলে। যেমন- তুমি এ কাজ করেছো, আপনি সেখানে গিয়েছিলেন ইত্যাদি।