আর্গন গ্যাসটি বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে?

A স্ট্র্যাটোমণ্ডল

B ট্রপোমণ্ডল

C তাপমাত্রা

D এক্সোমণ্ডল

Solution

Correct Answer: Option B

- যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলা হয়। এর বিস্তার উপরের দিকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত।
- বায়ুমণ্ডল পাঁচটি স্তরে বিভক্ত। এর মধ্যে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী হলো ট্রপোমণ্ডল।
- ট্রপোমণ্ডলের বিস্তৃতি নিরক্ষীয় অঞ্চলে ১৬-১৯ কিমি এবং মেরু অঞ্চলে ৮ কিমি।
- বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা ইত্যাদি সকল কিছুই এ স্তরে সংঘটিত হয়৷
- ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions