কোনটি মিশ্র ক্রিয়াপদের উদাহরণ?

A ঘটনাটি শুনে রাখো

B আমরা তাজমহল দর্শন করলাম

C এখন যেতে পারো

D সাইরেন বেজে উঠলো

Solution

Correct Answer: Option B

বিশেষ্য, বিশেষণ, ও ধ্বনাত্মক অন্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা, কাট্‌, গা, ছাড়, ধর্‌, মার্‌ প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। উক্ত বাক্যটি- " আমরা তাজমহল দর্শন করলাম" বিশেষ্যের উত্তর বুঝানোর অর্থে ব্যবহৃত হয়েছে। অন্যান্য উদাহরণ- গোল্লায় যাও ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions