-পাঁচ পীর বাংলায় পীরানী বিশ্বাসের বিবর্তনে এক তাৎপর্যপূর্ণ উত্তরণ -হিন্দু-মুসলিম নির্বিশেষে,
বিশেষ করে সমাজের নিম্নস্তরের জনগণ পাঁচ-পীরের বন্দনা করত
-পাঁচ পীর’বন্দনা কখন থেকে শুরু হয় তা সঠিক করে বলা কঠিন।
সোনারগাঁয়ের পাঁচ পীরের দরগাহ কখন প্রতিষ্ঠিত হয়েছিল তাও জানা যায় নি।
-এই পাঁচ পীর কারা তা নিশ্চিত করে বলা কঠিন।
-তবে একজন ‘গাজী মিয়া’র নাম সকল তালিকায় দেখা যায়।
-কিন্তু এই গাজী মিয়া কে তা সঠিক জানা যায় না। সাধারণত ধর্মযুদ্ধে মৃত্যু বরণকারীদের শহীদ
এবং ধর্মযুদ্ধে বিজয়ীদের বলা হয় গাজী