বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ?

A ফজলুল রহমান খান

B হামিদুর রহামান

C নভেরা আহমেদ

D জুলফিকার আলি খান

Solution

Correct Answer: Option A

- ফজলুর রহমান খান (এফ আর খান) বাংলাদেশের নেত্রকোনায় ১৯২৯ সালে জন্ম নেওয়া একজন স্থপতি যিনি আমেরিকার শিকাগো শহরে অবস্থিত বিখ্যাত সিয়াস টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন।
- ১১০ তলা বিশিষ্ট ভবনটি ১৯৯৬ সাল পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চতম ভবন ছিল।
- ভবনটির বর্তমান নাম ‘উইলিস টাওয়ার'।
- ১৯৮৩ সালে এ স্থাপত্য শিল্পের স্বীকৃতি স্বরূপ তিনি ‘আগা খান’ সম্মানে ভূষিত হন।
-মারা যান ১৯৮২ সালে জেদ্দা, সৌদি আরবে।

তার আরো কিছু উল্লেখযোগ্য অবদান হলো

- জন হ্যানকক সেন্টারের নকশা
- জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দর
-হজ্ব টার্মিনালের ছাদ কাঠামো
- বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য নকশা।

তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions