দ্বারা, দিয়া, হইতে, থেকে -এগুলোকে বলে-
A অব্যয়
B উপসর্গ
C অনুসর্গ অব্যয়
D অনন্বয়ী অব্যয়
Solution
Correct Answer: Option C
- যেসকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে তাকে তাদের অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয় বলে।
- দ্বারা, দিয়া, থেকে, দিয়ে, হইতে ইত্যাদি অনুসর্গ অব্যয়।