সরল বাক্যে রুপান্তর কর-"যদি আমার কথা না শুন ,ভবিষ্যতে অনুতাপ করবে।"

A আমার কথা না শুনলে অনুতাপ করবে

B আমার কথা শুনলে অনুতাপ করবে

C আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে

D ভবিষ্যতে আমার কথা না শুনলে অনুতাপ করবে

Solution

Correct Answer: Option C

সরল বাক্য: যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য একটি মাত্র সমাপিকা ক্রিয়া(বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যদি আমার কথা না শুন, ভবিষ্যতে অনুতাপ করবে।
= আমার কথা না শুনলে অনুতাপ করবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions