জীবদেহের গঠন ও কাজের একক "কোষ" নামকরন করেন কোন বিজ্ঞানী?
A রবার্ট ব্রাউন
B রবার্ট হুক
C লিনিয়াস
D এরিস্টটল
Solution
Correct Answer: Option B
-জীব দেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ।
-ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম ১৬৬৫ সালে কোষ আবিষ্কার ও নামকরণ করেন।
-১৬৬৫ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক অণুবীক্ষণযন্ত্রে যে কোষ দেখেছিলেন তা মূলত কোষ প্রাচীর।
-রবার্ট ব্রাউন সর্বপ্রথম ১৮৩১ সালে কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন।