পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিচিত নিচের কোন দুর্যোগটি?

A সুনামি

B সাইক্লোন

C হারিকেন

D ভূমিকম্প

Solution

Correct Answer: Option A

- সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ।

- এটি মূলত জাপানি শব্দ। এর অর্থ পোতাশ্রয়ের ঢেউ।

- সমুদ্র তলদেশে প্রচণ্ড মাত্রার ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ-আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকাজুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়।

- ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত।

- ১ম স্থানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ- ভূমিকম্প।

- ২য় স্থানে রয়েছে- বন্যা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions