ভিনদেশের খেলা আমাদের দেশে দেখার জন্যে ভিনদেশ থেকে ডিশ এরিয়েলের মাধ্যমে একটি সঙ্কেত
উপগ্রহে পাঠানো হলে, উপগ্রহ সঙ্কেতটি পুনরায় আমাদের দেশের ডিশ এরিয়েলে পাঠিয়ে দেয় যা
আমাদের টেলিভিশনে পৌঁছে। কৃত্রিম উপগ্রহ এখানে রিলে স্টেশনের কাজ করে। এই উপগ্রহ টেলিভিশন
প্রোগ্রাম ও টেলিফোন সংবাদ পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বয়ে নিয়ে যায়।