তড়িৎ কারেন্ট হলো কোন তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে-

A প্রোটনের প্রবাহ

B নিউট্রনের প্রবাহ

C ইলেকট্রনের প্রবাহ

D পজিট্রনের প্রবাহ

Solution

Correct Answer: Option C

তড়িৎ কারেন্ট হল কোন তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ। 
অর্থাৎ কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে একক সময়ে 
যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। 
-তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions