"খসড়া সংবিধান প্রণয়ন" কমিটি গঠিত হয় কবে?

A ১১ এপ্রিল,১৯৭২

B ১৭ এপ্রিল,১৯৭২

C ২৩ মার্চ,১৯৭২

D ১১ জানুয়ারি,১৯৭২

Solution

Correct Answer: Option A

বাংলাদেশের সংবিধান প্রণয়নের গুরুত্বপূর্ণ তারিখ:

• ১১ এপ্রিল ১৯৭২:

  • গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন
  • আইনমন্ত্রী ড. কামাল হোসেন সকল প্রস্তাব উত্থাপন করেন
  • ৩৪ সদস্যের খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়
  • ড. কামাল হোসেন কমিটির আহ্বায়ক নিযুক্ত হন

• ১৭ এপ্রিল ১৯৭২: খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন

• ১২ অক্টোবর ১৯৭২: গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন

• ৪ নভেম্বর ১৯৭২: গণপরিষদে সংবিধান গৃহীত হয়

• ১৫ ডিসেম্বর ১৯৭২:

  • গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন
  • বিরোধী দলীয় একমাত্র সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত স্বাক্ষর করেননি

• ১৬ ডিসেম্বর ১৯৭২: বাংলাদেশের সংবিধান কার্যকর হয়

বিশেষ দ্রষ্টব্য:

  • যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন
  • সংবিধান প্রণয়ন কমিটিতে মোট ৩৪ জন সদস্য ছিলেন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions