প্রাণীদের অন্ত্রের অন্তঃপ্রাচীরে কোন টিস্যুর অবস্থান?

A কিউবয়ডাল এপিথেলিয়াল

B কলামনার এপিথেলিয়াল

C স্ট্রোটিফাইট এপিথেলিয়াল

D স্কোয়ামাস এপিথেলিয়াল

Solution

Correct Answer: Option B

এই টিস্যুর কোষসমূহ স্তম্ভের মতো সরু এবং লম্বা। উদাহরণ: প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রাধনত ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজ করে থাকে।
প্রাণিদেহে ভিত্তিপর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়।
- স্কোয়ামাস আবরণী টিস্যু
-কিউবয়ডাল আবরণী টিস্যু
-কলামনাৱ আৰৱণী টিস্যু

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions