Solution
Correct Answer: Option D
- সেকুলারিজম মানে হলো ধর্মনিরপেক্ষতাবাদ।
- রাষ্ট্রের সকল কার্যক্রম থেকে ধর্মকে পৃথক করার নামই সেকুলারিজম। অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মের নিয়মনীতির উপর চলবে না৷
- মধ্যযুগের শাসনব্যবস্থায় (ইউরোপ, মধ্যপ্রাচ্য) বেশিরভাগ ধর্মীয় নিয়ম নীতির উপরে চলত। সেসময় মুসলিম বিশ্বে রাজনীতিতে যেমন খলিফার প্রভাব ছিল ঠিক সেরকম পশ্চিমা রাজনীতিতে পোপের ভূমিকা ছিল। কিন্তু খলিফা পোপদের নিষ্ঠুরতা ধর্মীয় রাজনীূতিকে অনুৎসাহিত করতে থাকে।