বাংলাদেশের 'জাতীয় সঙ্গীত' বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?
A সোনারতরী
B চৈতালী
C বঙ্গমাতা
D কোনোটিই না
Solution
Correct Answer: Option D
-রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত-সংকলন গীতবিতানের স্বদেশ অংশের প্রথম গান- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি'। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা কবিতাটি ২৫ লাইনের। এই কবিতার ১০ লাইনকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।