'কাঁচকলা' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

A কাঁচা + কলা

B কাঁচ + কলা

C কাঁচা + কোলা

D কাঁচ + কোলা

Solution

Correct Answer: Option A

- স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়।
যেমন,
নাতি + বৌ = নাতবৌ,
ঘোড়া + দৌড় = ঘোড়দৌড় ইত্যাদি।

কয়েকটি গুরুত্বপূর্ণ নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ:
• বন + পতি = বনস্পতি,
• কাঁচকলা = কাঁচা + কলা
• আ + চর্য = আশ্চর্য,
• গো + পদ = গোস্পদ,
• পর + পর = পরস্পর,
• ষট্ + দশ = ষোড়শ,
• এক + দশ = একাদশ,
• পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions