গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো-খাসিয়া পর্বতমালার একটি অংশ। এর কিছু অংশ ভারতের আসাম রাজ্য ও বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী উপজেলায় অবস্থিত
গারো সম্প্রদায়ের মানুষ নিজেদের ‘মান্দি’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করে। এরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল এবং গাজীপুরে বসবাস করে। এদের আদি নিবাস ছিল তিব্বতে। গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। এদের ভাষার নাম আচিক খুসিক। এদের প্রধান উৎসব ওয়ানগালা। গারোরা মাতৃতান্ত্রিক পরিবার।