Solution
Correct Answer: Option C
স্কেলার রাশি: যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য শুধু মান অর্থাৎ সংখ্যা ও একক ব্যবহার করা হয়
তাদের স্কেলার রাশি বলে।
এদের দিক থাকে না বলে অদিক রাশিও বলা হয়।
যেমন বস্তুর ভর, দৈর্ঘ্য, কাজ, ক্ষমতা, শক্তি, ঘনত্ব, তাপমাত্রা ইত্যাদি।