Solution
Correct Answer: Option B
চুম্বকত্ব এমন একটি ধর্ম যা পদার্থের মধ্যে বিদ্যমান চুম্বকীয় বল বা আকর্ষণের সাথে সম্পর্কিত। এটি রাসায়নিক ধর্ম নয় কারণ এটি পদার্থের রাসায়নিক গঠন বা প্রতিক্রিয়ার সাথে সরাসরি সম্পর্কিত নয়। এছাড়া, এটি জৈবিক ধর্মও নয় কারণ এটি জীববিজ্ঞান বা জীবদেহের গুণাবলীর বিষয় নয়। পরমাণু ধর্ম বলতে সাধারণত পরমাণুর অভ্যন্তরীণ গঠন বা গুণাবলী বোঝানো হয়, কিন্তু চুম্বকত্ব মূলত পারমাণবিক বা ইলেকট্রনের গতিবিধির কারণে হলেও এটি ভৌত ধর্মের আওতাধীন। তাই চুম্বকত্ব হল ভৌত ধর্ম।