পানির বিভব শক্তি নিচে নামার সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Solution
Correct Answer: Option B
যখন পানি নিচে পড়ে বা নেমে আসে, সেই পটেনশিয়াল এনার্জি হারিয়ে যায় এবং অন্য রূপে রূপান্তরিত হয়। সাধারণত প্রথমে তা গতি বা কাইনেটিক এনার্জি (গতি শক্তি) তে পরিণত হয় — পানি দ্রুত বয়ে যায় কিংবা ঝাঁপ দিলে তার কণাগুলো দ্রুত গতি করে।