Solution
Correct Answer: Option C
ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ হলো ডিওডেনাম (Duodenum)। এটি পাকস্থলীর সাথে সংযুক্ত, প্রায় ২৫-৩০ সেন্টিমিটার লম্বা "U" আকারের নলবিশিষ্ট অংশ। ডিওডেনামেই পিত্তরস ও অগ্ন্যাশয়ের রস প্রবেশ করে খাদ্যের রাসায়নিক পরিপাক শুরু হয়, এবং এখানে বিশেষভাবে প্রোটিন পরিপাকও হয়। ক্ষুদ্রান্ত্রের পরবর্তী দুটি অংশ হলো জেজুনাম এবং ইলিয়াম, যেগুলো প্রধানত পুষ্টি শোষণের কাজ করে।