প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভুমিকে কি বলা হয়?
A নদীসঙ্গম
B দোয়াব
C নদীগর্ভ
D নদী উপত্যকা
Solution
Correct Answer: Option B
নদীসঙ্গম: দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে নদীসঙ্গম বলে।
দোয়াব: প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে।
নদীগর্ভ: নদী উপত্যকার তলদেশকে নদীগর্ভ বলে।
নদী উপত্যকা: যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে উক্ত নদীর উপত্যকা বলে।