অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি?

A ভূ-পৃষ্ঠে

B পাহাড়ের উপরে

C ভূ-কেন্দ্রে

D মাটির নিচে

Solution

Correct Answer: Option A

মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে বা নিচে যাওয়া যায় ততই g এর মান কমতে থাকে। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ১/৬ অংশ।
সুতরাং কোনাে বস্তুর ওজন সেখানে হবে পৃথিবীর ছয়ভাগের এক ভাগ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions