ইন্টারনেটের জনক (অন্যতম/প্রচলিত) কাকে বলা হয়?

A Chuck Norris কে

B Tim Berners‑Lee কে

C Ray Tomlinson কে

D Vint Cerf কে

Solution

Correct Answer: Option D

- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য নেটওয়ার্ক সিস্টেম ও সিস্টেম ব্যবহৃত হয়। ইন্টারনেট হলো WAN (Wide Area Network) প্রযুক্তির সর্ববৃহৎ সন্নিবেশ। তাই সাধারণভাবে কম্পিউটার থেকে   কম্পিউটারে তথ্য আদান প্রদান বলতে ইন্টারনেটকে বোঝায়।
- ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় সর্বপ্রথম ইন্টারনেট চালু করেন ।
- ইন্টারনেটের জনক ভিনটন জি কার্ফ।
- ৪ জুন ১৯৯৬ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions