Solution
Correct Answer: Option B
- বাংলাদেশের সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক এবং সংসদীয়। এই ব্যবস্থায় দেশে কেবল কেন্দ্রিয় সরকার বিদ্যমান এবং দেশের শাসনভার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকবে।
- ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং এটি ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়।
বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য সমূহ:
- লিখিত দলিল,
- দুষ্পরিবর্তনী,
- রাষ্ট্র পরিচালনার মূলনীতি,
- মৌলিক অধিকার,
- সর্বজনীন ভোটাধিকার,
- প্রজাতান্ত্রিক সংসদীয় সরকার,
- এককেন্দ্রিক রাষ্ট্র,
- আইনসভা ইত্যাদি।