Solution
Correct Answer: Option C
- উত্তমাশা অন্তরীপ (Cape of Good Hope) আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি দক্ষিণ আফ্রিকার কেপ পেনিনসুলা অঞ্চলের আটলান্টিক উপকূলে অবস্থিত একটি শৈলান্তরীপ।
- ঐতিহাসিকভাবে, ইউরোপ থেকে প্রাচ্যে যাওয়ার পথে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল।
- অনেকে ভুলবশত এটিকে আফ্রিকার দক্ষিণতম বিন্দু মনে করলেও, আফ্রিকার প্রকৃত দক্ষিণতম বিন্দু হলো কেপ আগুলাস (Cape Agulhas)।