সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করুন: "পরিশ্রম করলে ফল পাবে"
A ফল পাবার জন্য পরিশ্রম করতে হবে।
B পরিশ্রম না করলে ফল পাবে না।
C ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে।
D পরিশ্রম কর তবেই ফল পাবে।
Solution
Correct Answer: Option D
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বা স্বাধীন বাক্যগুলো এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি প্রভৃতি যোজক দ্বারা সংযুক্ত থাকে।
- সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে সরল বাক্যের কর্তা ও সমাপিকা ক্রিয়া অপরিবর্তিত থাকবে এবং অসমাপিকা ক্রিয়া সম্প্রসারিত হয়ে নিরপেক্ষ উপবাক্যে পরিণত হবে।
- প্রধান উপবাক্যগুলোকে সংযোজক অব্যয় 'ও', 'আর', 'এবং' ইত্যাদি; বিয়োজক অব্যয় 'বা', 'কিংবা', 'অথবা' ইত্যাদি; এবং সংকোচক অব্যয় 'কিন্তু', 'তবে', 'তথাপি' ইত্যাদি সহযোগে পরস্পরকে সংযুক্ত করে নিতে হবে।
- যেমন: পরিশ্রম করলে ফল পাবে (সরল)। পরিশ্রম কর তবেই ফল পাবে (যৌগিক)।