পরোক্ষ উক্তিতে পরিবর্তন করুন: "রাষ্ট্রপতি বললেন, বাংলাদেশ চিরজীবী হউক"।
A রাষ্ট্রপতি বাংলাদেশের চিরায়ু কামনা করলেন।
B রাষ্ট্রপতি বলেন যে বাংলাদেশ যেন চিরজীবী হয়।
C রাষ্ট্রপতি উৎফুল্ল হয়ে বাংলাদেশের বড় আয়ু কামনা করলেন।
D রাষ্ট্রপতি বাংলাদেশের অনেক আয়ু প্রার্থণা করলেন।
Solution
Correct Answer: Option A
- কোনো কথকের বাককর্মের নামই উক্তি।
- বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে।
- উক্তি দুই প্রকার।
- যথা: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।
- উক্তি পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের ("") অন্তর্ভুক্ত থাকে, যা পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায়।
- প্রত্যক্ষ উক্তিতে উক্তিটি প্রার্থনাসূচক বাক্যে থাকলে পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদটি উক্তির অর্থ অনুযায়ী 'প্রার্থনা করল', 'কামনা করল' প্রভৃতি হয়।
যেমন:
- প্রত্যক্ষ: 'রাষ্ট্রপতি বললেন, বাংলাদেশ চিরজীবী হউক।'
- পরোক্ষ: রাষ্ট্রপতি বাংলাদেশের চিরায়ু কামনা করলেন।