জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?

A ৫টি

B ৬টি

C ৮টি

D ১০টি

Solution

Correct Answer: Option B

» জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
» জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩ টি।
» জাতিসংঘের নামকরণ করা হয়। - ১ জানুয়ারি, ১৯৪২ (মার্কিন ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট কর্তৃক)।
» জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।
» জাতিসংঘের সনদ স্বাক্ষর হয় – ২৬ জুন, ১৯৪৫ (কার্যকর হয়। ২৪ অক্টোবর, ১৯৪৫)।
» জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশ - ৪টি (সাবেক সোভিয়েত ইউনিয়ন, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য)।
» জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ – ৫১টি (যদিও পোল্যান্ড পরে স্বাক্ষর করে)।
» জাতিসংঘের মূল সনদের রচয়িতা - Archibald Macliesh.
» জাতিসংঘ সদর দপ্তরের জমিদাতা - জন ডি, পোর।
» জাতিসংঘের অফিসিয়াল বা কার্যকরী ভাষা - ২টি (ইংরেজি ও ফরাসী)।
» জাতিসংঘের মোট ভাষা – ৬টি (যথা- ইংরেজি, ফরাসী, রুশ, চীনা, আরবী ও স্প্যানিশ)।
» জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
» জাতিসংঘের সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান (১৪ জুলাই, ২০১১)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions