কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়?
A উপমান কর্মধারয়
B উপমিত কর্মধারয়
C রূপক কর্মধারয়
D মধ্যপদলোপী কর্মধারয়
Solution
Correct Answer: Option C
উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলে রূপক কর্মধারয় সমাস। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে। সমস্যমান পদে ‘রূপ’ অথবা ‘ই’ যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: মন রূপ মাঝি = মনমাঝি।
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত (বহুব্রীহি);
- ভারকে প্রাপ্ত = ভারপ্রাপ্ত (দ্বিতীয়া তৎপুরুষ);
- গীতি বিষয়ক নাট্য = গীতিনাট্য (মধ্যপদলোপী কর্মধারয়)।