বিভক্তিযুক্ত পদের দু'বার ব্যবহারকে-

A শব্দের দ্বিরুক্তি বলে বলে

B পদাত্মক দ্বিরুক্তি বলে

C ধনাত্মক দিরুক্তি বলে

D যুগ্মরীতি বলে

Solution

Correct Answer: Option B

একই বিভক্তি যুক্ত পদের পরপর দুবার ব্যবহারকে পদের দ্বিরুক্তি বা পদাত্মক দ্বিরুক্তি বলে। দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে।
যেমন- ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions