n যদি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না?
A n + 3
B 2(n + 3)
C 3(n + 1)
D n2 - 1
Solution
Correct Answer: Option B
ধরি,
n = 2 (জোড় সংখ্যা)
∴ n + 3 = 2 + 3 = 5; যা বিজোড় সংখ্যা
2(n + 2) = 2 × (2 + 3) = 10; যা জোড় সংখ্যা
3(n + 1) = 3 × (2 + 1) = 9; যা বিজোড় সংখ্যা
n2 - 1 = 22 - 1 = 3 যা বিজোড় সংখ্যা