ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী?
Solution
Correct Answer: Option D
কম্পিউটার নেটওয়ার্কের জন্য সুপরিকল্পিত নির্ধারিত রীতিনীতিই হচ্ছে protocol.
-ইন্টারনেটে বহুল ব্যবহৃত প্রটোকল হচ্ছে Transmission Control protocol/ internet protocol (TCP/IP)-এ protocol-টি ১৯৮২ সালে উদ্ভাবিত হয়।
-TCP/IP প্রটোকলে ৪টি স্তর রয়েছে। বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ ও messege পাঠাতে TCP/IP ব্যবহৃত হয়।
-File Transfer Protocol (FTP) হচ্ছে স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক প্রোটোকল, যা একজন ক্লায়েন্ট ও কম্পিউটার নেটওয়ার্কের সার্ভারের মধ্যে কম্পিউটার ফাইল স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়।
-যে পদ্ধতিতে Domain name-কে নিয়ন্ত্রণ করা হয়, তাকে DNS (Domain Name System) বলে।
-ইন্টারনেটে যে প্রটোকলের অধীনে সমস্ত হাইপার টেক্সট আদান প্রদান করা হয় তাকে Hyper Text Transfer Protocol (HTTP) বলে।