একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 7 ও 16 হলে নিচের কোনটি ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না?

A 22

B 17

C 9

D 12

Solution

Correct Answer: Option C

আমরা জানি,
ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।

এখানে,
9 + 7 = 16, যা 16 অপেক্ষা বৃহত্তর নয়।
তাই, তৃতীয় বাহু 9 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে না। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions