ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন—
Solution
Correct Answer: Option B
পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয়দফা’ দাবি পেশ করেন।
-১৮-২০ মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ‘ছয়দফা গৃহীত হয়।
-পরবর্তীতে শেখ মুজিবুর রহমান ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ‘ছয়দফা' ঘোষণা করেন। জাতির জনক একে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন।
‘ছয়দফা’র দাবিসমূহ হলো:
১.শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ ।
২. কেন্দ্ৰীয় সরকারের হাতে ক্ষমতা।
৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন।
৪. বৈদেশিক বাণিজ্য।
৫. রাজস্ব, কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা।
৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা।