-গ্রিক ভাষায় ‘মেসোপটেমীয়’ অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
-খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দে ইরাকের টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফোরাত) নদীর উর্বর তীরাঞ্চলে এ সভ্যতার বিকাশ ঘটে।
-একই ভূ-খণ্ডে গড়ে ওঠা অনেকগুলো (সুমেরীয়, অ্যাসেরীয়, ব্যাবিলনীয় ও ক্যালডীয়) সভ্যতাকে একত্রিতভাবে মেসোপটেমীয় সভ্যতা নামে অভিহিত করা হয়।
-আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত এ সভ্যতার অংশ ছিল।
-তবে মেসোপটেমীয় সভ্যতার বেশিরভাগ অংশ ইরাকে অবস্থিত। এটি ছিল সেচ নির্ভর প্রাচীন সভ্যতা ।