Karim is tall, .........Rahim is taller বাক্যটির শূণ্যস্থানে কি হবে?
Solution
Correct Answer: Option C
- বাক্যটি দুটি ভিন্ন তথ্য প্রকাশ করছে—প্রথমে বলা হচ্ছে Karim is tall (করিম লম্বা), এবং পরবর্তী অংশে বলা হচ্ছে Rahim is taller (রহিম আরও লম্বা)।
- দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে অথবা তুলনা বোঝাতে conjunction হিসেবে but বসাতে হয়।
- সঠিক বাক্য: Karim is tall, but Rahim is taller.
- অর্থ: করিম লম্বা, কিন্তু রহিম আরও লম্বা।