শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
A আমি কিংবদন্তীর কথা বলছি
B বিমুখ প্রান্তর
C রৌদ্র করোটিতে
D ছাড়পত্র
Solution
Correct Answer: Option C
● শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ ‘রৌদ্র করোটিতে (১৯৬৩)। এ কাব্যের কবিতাগুলোর মূল বিষয় মৃত্যু ও অন্ধকার। আইয়ুব খানের শাসনামলে সামরিক শাসনের কারণে পূর্ব পাকিস্তানে বিরাজিত অন্ধকার সময়কে তিনি এ কাব্যে উপস্থাপন করেছেন।
● হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ ‘বিমুখ প্রান্তর' (১৯৬৩);
● সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র' (১৯৪৭);
● আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্য ‘আমি কিংবদন্তির কথা বলছি' (১৯৮১)।