‘বাজে কথা’ রবীন্দ্রনাথের কোন গ্রন্থের অন্তর্গত?
Solution
Correct Answer: Option C
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধগ্রন্থ 'বিচিত্র প্রবন্ধ' (১৯০৭)। এ গ্রন্থের অন্তর্ভুক্ত প্রবন্ধসমূহ-
- ‘বাজে কথা',
- ‘নানা কথা’,
- ‘সরোজিনী প্রয়াণ’,
- ‘অসম্ভব কথা’,
- ‘মাভৈঃ,
- ‘বসন্ত যাপন’,
- ‘সোনার কাঠি’,
- ‘মন্দির' প্রভৃতি।
বাজে কথা' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিচিত্র প্রবন্ধ' গ্রন্থটির বিস্তারিত আলোচনা করেছেন।
- তাঁর রচিত অন্যান্য প্রবন্ধ গ্রন্থ: ‘কালান্তর' (১৯৩৭), 'পঞ্চভূত' (১৮৯৭), 'বিবিধ প্রসঙ্গ' (১৮৮৩), 'সাহিত্য' (১৯০৭), 'শিক্ষা' (১৯০৮), ‘মানুষের ধর্ম' (১৯৩৩), ‘সভ্যতার সংকট' (১৯৪১)।