পৃথিবীর কোন দেশের নাগরিকদের ‘ডাচ’ বলা হয়?
A ফ্রান্স
B ব্রাজিল
C নিউজিল্যান্ড
D নেদারল্যান্ডস
Solution
Correct Answer: Option D
নেদারল্যান্ডস উত্তর-পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। দেশটিকে এক সময় হল্যান্ড নামে ডাকা হতো। এর রাজধানী আমস্টারডাম। দেশটির নাগরিকদের ‘ডাচ’ বলা হয়।