মাত্রা হল দল উচ্চারণের সময়। অর্থাৎ একটি দলকে উচ্চারণ করতে যতটা সময় লাগে, তাকে ওই দলের মাত্রা বলে। একটি দলের মাত্রা হতে পারে এক, দুই বা বহু। ছন্দে বহু মাত্রার ব্যবহার নেই, সঙ্গীতে আছে।
-বাংলায় সমস্ত মৌলিক স্বরধ্বনি এক মাত্রা। যেমন: অ, আ, এ প্রভৃতি।
-এক কথায় বললে বাংলা ভাষায় রুদ্ধ দলগুলি দুই মাত্রা।একটি যৌগিক স্বরধ্বনি নিয়ে গঠিত দল দুই মাত্রা। যেমন: ঐরাবত শব্দের 'ঐ' দলটি দ্বিমাত্রিক। ঔষধ শব্দের 'ঔ' দলটিও তাই।
-বহু মাত্রা একমাত্র প্লুতস্বরের হয়। একটি স্বরকে অতিরিক্ত দীর্ঘ রূপে উচ্চারণ করলে তাকে প্লুতস্বর বলে।দূর থেকে ডাকার সময় ও গান গাওয়ার সময় এই স্বরের ব্যবহার হয়।