Solution
Correct Answer: Option D
'ল'- বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণে জিহ্বার অগ্রভাগকে মুখের মাঝামাঝি দন্তমূলে ঠেকিয়ে রেখে জিহ্বার দুই পাশ দিয়ে মুখবিবর থেকে বায়ু বের হয়৷ দুই পাশ থেকে বায়ু নিঃসৃত হয় বলে 'ল'–কে পার্শিক ধ্বনি বলা হয়। উদাহরণঃ লতা, লাল, কলরব, ফল, ফসল।