দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?

A ৪৫৭০

B ৩৫৭০

C ৪৪৮২

D ৪৫৯৬

Solution

Correct Answer: Option D

জনশুমারি ও গৃহগণনা ২০২২ : চূড়ান্ত প্রতিবেদন

- ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
- এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।

প্রশাসনিক কাঠামো:
• আয়তন  ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) ।
• বিভাগ : ৮টি 
• জেলা : ৬৪টি 
• সিটি কর্পোরেশন : ১২টি
• উপজেলা : ৪৯৫টি 
• মেট্রো থানা : ১০৫টি
• পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি]
• সিটি ওয়ার্ড : ৪৬৫টি 
• পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি
ইউনিয়ন : ৪,৫৯৬টি 
• মৌজা : ৫৮,৮৪৬টি
• গ্রাম : ৯০,০৪৯টি 
• মহল্লা : ১৫,১৫৩টি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions