Solution
Correct Answer: Option B
- খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাত কিলোমিটার দূরে তৈচাকমা’ জলপ্রপাতটির অবস্থান।
- ত্রিপুরা ভাষার তৈচাকমা মানে লাল পানি, আর চাকমা ভাষায় রাঙাপানি। তবে এখন পানির রং স্বচ্ছ।
- এছাড়াও রাঙামাটি জেলায় রয়েছে কাট্টলী বিল, চিৎমরম বৌদ্ধ বিহার, ফুরমোন পাহাড় ইত্যাদি।