কোন দেশটি নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত নয়?

A কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র

B ইন্দোনেশিয়া

C নেপাল

D গ্যাবন

Solution

Correct Answer: Option C

- নিরক্ষীয় (Equatorial) জলবায়ু অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত অঞ্চলের আবহাওয়া — হট ও ভিজে থাকে সারা বছর। এই জলবায়ু মূলত এমন দেশসমূহে দেখা যায় যেগুলি নিরক্ষরেখার কাছাকাছি, অর্থাৎ ১০° উত্তর ও ১০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। নিরক্ষীয় জলবায়ুতে প্রধান বৈশিষ্ট্য হল:

- সারাবছর তাপমাত্রা প্রায় একই থাকে (প্রায় ২৫-৩০°C)
- প্রচুর বৃষ্টিপাত হয়
- প্রকৃতিতে ঘন বৃষ্টি-বন (Rainforest) দেখা যায়

- নেপাল উঁচু পাহাড় ও বৃদ্ধিলাভী ভূ-অঞ্চল নিয়ে গঠিত, যেখানে ঋতু পরিবর্তন দেখা যায় ও আবহাওয়া ভিন্ন, নিরক্ষীয় জলবায়ু নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions